প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এসব কারণে ২৪-এর শহীদ পরিবারের সদস্যরা আজও ন্যায্য সম্মান পাননি।
রবিবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই-আগস্টের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সারা দেশে শহীদ পরিবারগুলোর কাছে যাচ্ছি, কথা বলছি। সব জায়গায় প্রায় একই অভিযোগ— সরকারি উদ্যোগ বা সুযোগ-সুবিধা মাঠপর্যায়ে সঠিকভাবে পৌঁছায়নি। প্রশাসনের নানা স্তরে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, ফলে শহীদ পরিবারগুলো তাদের প্রাপ্য সম্মান ও সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “শহীদরা কোনো দলের ছিলেন না, তারা দেশের ছিলেন। তাই শহীদ পরিবারগুলোও দল-মতের ঊর্ধ্বে।”
এনসিপি আহ্বায়ক জানান, শহীদ পরিবারগুলোর কল্যাণে তাদের দল ইতোমধ্যে একটি ‘শহীদ কল্যাণ ও আহত সেল’ গঠন করেছে। সারা দেশে যাচাই-বাছাই করে নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষ করে ৩ আগস্ট ঢাকায় একটি বড় সমাবেশের মাধ্যমে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাপ দেওয়া হবে।
তিনি বলেন, ‘সরকারও বলেছে ৫ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়ন হবে। আমরা এ বিষয়ে নজর রাখছি।’