ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার মাঠে ঢুকে পড়লে মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদরাসাপ্রধান নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর গ্রামের মারকাজুল সুন্নাহ মাদরাসার মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ওই গ্রামের মো. হাই মদ্দীনের ছেলে ও মাদরাসার মুহতামিম ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের নান্দাইল শাখার ব্যবস্থাপক মেহেদি হাসান প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে মাহমুদুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা গাড়িচালক মেহেদি হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নান্দাইল মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।