টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছিলেন। টানা বৃষ্টিতে সড়কের বেহাল দশা দেখে দ্রুত ব্যবস্থা নেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
রোববার (২০ জুলাই) সকালে গোড়াই সৈয়দপুর এলাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বচক্ষে পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ইট ফেলে চলাচলের উপযোগী করে তোলেন তিনি। ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় ছোট যানবাহন থেকে শুরু করে বড় ট্রাক-বাস চলাচল করতে হিমশিম খাচ্ছিল। কোনো কোনো যানবাহন বিকল হয়ে সড়কের মাঝেই দাঁড়িয়ে যাচ্ছিল।
ইউএনও এবিএম আরিফুল ইসলাম জানান, “সড়কের দুরবস্থার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছি। অস্থায়ীভাবে ইট ফেলে যান চলাচল সচল করা হয়েছে। খুব শিগগিরই সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো ঢালাই করে স্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”
সড়কটি মির্জাপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়ায় স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সংস্কার কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ লাঘব হবে।