টাঙ্গাইলের গোপালপুরে বড়খালি বাজারে চুরির ঘটনা ঘটেছে নিরাপত্তার অভাবে। রবিবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালি বাজারে ডাক্তার মালেকের বিকাশ ও ঔষধের দোকানে চোরেরা তিনটি নিরাপত্তা গেটের ১৩টি তালা ভেঙে নগদ ৪৩ হাজার টাকা, মূল্যবান ওষুধ এবং মোবাইল সেট নিয়ে পালিয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানি ডাক্তার মালেক জানান, দীর্ঘদিন ধরে তিনি ওষুধের পাশাপাশি বিকাশ সেবার ব্যবসা চালিয়ে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। সকালে বাজারে এসে দেখেন, দোকানের তালাগুলো ভাঙা এবং টাকা-পণ্য সব লুট হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বাজারটিতে কোনো নৈশ প্রহরী নেই, এ কারণেই চোরচক্র বারবার সুযোগ নিচ্ছে। বাজারের নিরাপত্তার স্বার্থে দ্রুত নৈশ প্রহরী নিয়োগের দাবি জানান ব্যবসায়ীরা।
গোপালপুর থানা পুলিশ জানায়, পুলিশের টহল সব এলাকায় চলে, তবে যখন একটি এলাকা থেকে অন্য এলাকায় টহল গাড়ি যায়, তখনই চোরেরা সুবিধা নেয়। প্রতিটি বাজারে নৈশ প্রহরী থাকলে এ ধরনের চুরি সহজেই প্রতিরোধ করা সম্ভব। চোরদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চুরির খবর পেয়ে সোমবার (২১ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর মনোনীত টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর বড়খালি বাজারে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে ব্যবসায়ীর খোঁজখবর নেন এবং দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবি জানান।