ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস এ৩২০ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) কোচি থেকে আসা ফ্লাইট ‘এআই-২৭৪৪’ মুম্বাইতে অবতরণের সময় প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে কেউ আহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। অবতরণের সময় বিমানের একটি ইঞ্জিনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি টায়ার ফেটে যায় বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় প্রধান রানওয়েতে আংশিক ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প রানওয়ে চালু করা হয়েছে, যাতে বিমান চলাচল স্বাভাবিক রাখা যায়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়েছে। এনডিটিভি ও ইন্ডিয়া টুডে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমানটির ইঞ্জিনের বাইরের কভার ছিঁড়ে গেছে।
অতিবর্ষণের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
			
    	
		    
                                
                                





							



