রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ভূঞাপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলে কোরআন তেলাওয়াত, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।