বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন—
১️⃣ মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), পিতা মৃত ইমরান হোসেন, গ্রাম ছোট শ্রীরামপুর, সুধারম, নোয়াখালী।
২️⃣ মনির হোসেন (২৪), পিতা মুক্তার হোসেন, গ্রাম চন্দ্রনগর, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
৩️⃣ আরমান (২২), পিতা সাফায়েত হোসেন, গ্রাম কাগুইয়া, লাকসাম, কুমিল্লা।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ফকিরহাট মডেল থানার ওসি মো. আবদুর রাজজাক মীর এর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় একটি কাভার্ডভ্যানের পেছনের অংশে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আরও অংশ নেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। ফকিরহাট থানার ওসি মো. আবদুর রাজজাক মীর বলেন,
“বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”