রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অকালেই প্রাণ গেল অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র তানভীর আহমেদের (১৩)। তানভীর ছিল ক্লাসের ফার্স্ট বয়— কখনো দ্বিতীয় হয়নি। ভালোবাসত ছবি আঁকতে আর ছোট ভাই তাশফীককে পড়াশোনায় সহযোগিতা করত।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম নয়াপাড়ায় তানভীরের বাড়ি। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জানাজা শেষে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
ছেলের হঠাৎ মৃত্যুতে শোকে বাকরুদ্ধ মা বারবার স্মরণ করছেন তানভীরের স্কুল জীবনের অর্জন। ছোট ভাই তাশফীকও পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সোমবার দুপুর ১টার দিকে কোচিং ক্লাসের জন্য স্কুলে থেকে যায় তানভীর। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
তানভীরের জানাজায় অংশ নেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ইয়াহইয়াহ খান মারুফ, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা এবং সহস্রাধিক মানুষ।