টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মীসভা। শুক্রবার (২৫ জুলাই) ভিয়াইল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “বিএনপির তারুণ্যের প্রতীক তারেক রহমানের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।” এই ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মীসভায় বক্তব্য রাখেন—
-
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন
-
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা
-
ড্যাবের সাবেক নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার
-
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ
-
জিয়া পরিষদ জেলা সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজাম্মেল হক হিরু, কালিহাতি পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বিএনপি নেতা মহর আলী, এস এম এ খালিদ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার আলী সিকদার। এছাড়াও মহিলা দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।