বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের ভূখণ্ডে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে যথাযথ প্রক্রিয়ায় তাকে গ্রহণ করা হবে। তবে ভারতে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ সদর দফতর এবং জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “ভারত যেভাবে একতরফাভাবে পুশ ইন করছে, তা সম্পূর্ণরূপে নিন্দনীয়। আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এমন কার্যক্রম কাম্য নয়।”
এ সময় জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “অনেক মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার ফলে তদন্তে বিলম্ব হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।”
তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।