জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ প্রস্তাবিত বার্ষিক রেজুলেশন শীর্ষক শান্তির সংস্কৃতি সংক্রান্ত প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।
প্রস্তাবটির সূচনা হয়েছিল ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে, যা বৈচিত্র্য, সহনশীলতা, সংহতি এবং অহিংসার প্রতি শ্রদ্ধাবোধের মতো সার্বজনীন মূল্যবোধকে উৎসাহিত করে। এটি শিক্ষা, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি কাঠামো সরবরাহ করে।
গত বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বৈশ্বিক চ্যালেঞ্জ এবং জাতিগুলোর মাঝে পারস্পরিক সহানুভূতির অভাবের প্রেক্ষাপটে, প্রতিদিনের জীবনে শান্তির সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন।
এই প্রস্তাবের সহ-উপস্থাপক হিসেবে ৯৬টি সদস্য রাষ্ট্র সরাসরি সমর্থন জানিয়েছে, যা বাংলাদেশের কূটনৈতিক সফলতার অন্যতম প্রমাণ।