টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (MBSTU) ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক সফল গ্র্যাজুয়েটরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারকারী ফরহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবন, বিসিএস প্রস্তুতি ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আজীম আখন্দ বলেন,
“শিক্ষা জীবন শেষ করে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, তাদের দেশপ্রেম, সততা, ধৈর্য ও বিচক্ষণতা থাকা জরুরি। শিক্ষাজীবন থেকেই এই মানসিকতা তৈরি করতে হবে।”
মুখ্য আলোচক ফরহাদ হোসেন বলেন,
“বিশ্ববিদ্যালয় জীবন মানেই শুধু ডিগ্রি নয়, এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার সময়। একাডেমিক পড়াশোনাকে গুরুত্ব দিয়ে, নিজ বিভাগকে ভালোবাসা ও নিষ্ঠার সাথে গ্রহণ করলেই সফলতা আসে।”
অনুষ্ঠান শেষে ফরহাদ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।