জার্মানির স্যাক্সনি রাজ্যের গ্রিমা শহরের কাছে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, নিহতরা জার্মান বিমানবাহিনীর হেলিকপ্টার উইং ৬৪-এর সদস্য ছিলেন। দুর্ঘটনার সময় তারা প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। নিখোঁজ এক সদস্যের সন্ধানে অভিযান চলছে।
বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় ব্যবহৃত হেলিকপ্টারটি ছিল ইসি-১৩৫ মডেলের, যা প্রশিক্ষণের জন্য ভাড়া করা হয়েছিল। হেলিকপ্টারটি মঙ্গলবার সকালে মুল্ডে নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়।
স্থানীয় পুলিশ জানায়, নদীতে ক্যানু করতে যাওয়া কয়েকজন ব্যক্তি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে বিষয়টি জানায়। এরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ডুবুরি দলসহ শতাধিক জরুরি কর্মী নিখোঁজ সদস্যকে খুঁজে বের করতে কাজ করছেন।
হেলিকপ্টার থেকে কেরোসিন লিক হওয়ায় নদীতে পরিবেশগত বিপদের শঙ্কাও তৈরি হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, “এই দুর্ঘটনা আমাকে ও পুরো সশস্ত্র বাহিনীকে গভীরভাবে আঘাত করেছে। নিহত সেনাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চলবে।”