নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে শিরোপাধারী ব্রাজিল। সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা পঞ্চমবার ফাইনালে উঠেছে সেলেসাও নারীরা।
বুধবার ভোরে ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ব্রাজিল নারী দল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিটও নিশ্চিত করেছে।
ম্যাচের ১১ মিনিটেই মার্তার ক্রসে হেড করে গোল করেন গুতিয়েরেস। এরপর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গারবেলিনি। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে মার্তার গোল স্কোরলাইন দাঁড় করায় ৩-০ তে।
উরুগুয়ে দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোলের মাধ্যমে ব্যবধান কমালেও ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন গুতিয়েরেস। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় দুদিনহা গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে টুর্নামেন্টের ৯টি আসরের মধ্যে ৮ বার ফাইনালে উঠলো এবং ৮ বারই শিরোপা জিতে রেকর্ড গড়লো ব্রাজিল। কেবল ২০০৬ সালে একবার আর্জেন্টিনা এই আধিপত্য ভেঙেছিল।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। উল্লেখ্য, ২০২২ সালের ফাইনালেও কলম্বিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।