নরসিংদীতে এক দিনে দুটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে শহরের দুটি স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠনগুলো সাটিরপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। মাত্র ৩০০ মিটার দূরে বিকেল সাড়ে ৪টায় এনসিপি আয়োজন করছে পদযাত্রা ও মঞ্চ সমাবেশ।
এনসিপির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার রাতে নরসিংদীতে পৌঁছান। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ২টায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকেল সাড়ে ৪টায় পদযাত্রা এবং ৫টায় মঞ্চ সমাবেশ।
অন্যদিকে, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে থাকবেন যুবদল সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, শ্রমিক-কৃষকদল সভাপতি রবিউল ইসলাম রবি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন।
উভয় কর্মসূচি কাছাকাছি সময়ে ও দূরত্বে হওয়ায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, তারা বিশৃঙ্খলা চাই না, তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা প্রতিরোধ করবে।
এনসিপির সদর উপজেলা প্রধান সমন্বয়ক নূর হোসেন জানান, ‘কমপক্ষে ৫০ হাজার লোকের জমায়েত হবে। তবে হাসপাতাল ও বাজারের কথা বিবেচনায় নেওয়া হবে।’
বিএনপি নেতাদের কেউ কেউ ফেসবুকে সতর্ক বার্তা দিয়েছেন। জেলা সহ-দপ্তর সম্পাদক তানজিল খান লিখেছেন, ‘নরসিংদী আন্দোলনের জেলা। কেউ উস্কানি দেবেন না।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন কাছাকাছি সময় ও স্থানে দুটি বড় কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ হতে পারে।