টাঙ্গাইলের সখীপুর-ভালুকা সড়কের মিলপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে সম্প্রতি ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ব্যাপক খানাখন্দ। এতে করে সড়কে পানি জমে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ, যাত্রীবাহী গাড়ি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। বর্তমানে সেই চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
খানাখন্দ ও দুর্ভোগের বিষয়টি টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যে জরুরি ভিত্তিতে সড়ক মেরামতের কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর সরকারি কলেজ, সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল অ্যান্ড কলেজ এবং সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়কে যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থার কারণে তারা যেমন দুর্ভোগে পড়েছে, তেমনি ছোট-বড় যানবাহনের ঝুঁকিও বেড়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, “সড়কে অস্থায়ী মেরামতের কাজ শুরু হয়েছে। এছাড়া আড়াইপাড়া থেকে সখীপুর পর্যন্ত সড়কের স্থায়ী সংস্কারের প্রস্তাব চলতি অর্থবছরের পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রামের আওতায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আগামী দুই-তিন মাসের মধ্যে স্থায়ী সংস্কার কাজ শুরু হবে।”
জেলা প্রশাসক শরীফা হক বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনদুর্ভোগ লাঘবে সখীপুর-ভালুকা সড়কটি দ্রুত মেরামত এবং পরবর্তীতে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।”