টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মহসিনা খাতুন মীম (৩০) নামের দুবাইফেরত এক স্বামী পরিত্যাক্তা নারী। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীম ওই এলাকার মাহবুবর রহমানের মেয়ে। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় মীমের ভাগ্নে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়—মীম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পরে পরিবারের সদস্যরা সখীপুর থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (UD) মামলা রুজু করা হয়েছে।” স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।