টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিমলা বাজারে শতবর্ষী বটগাছ ধসে আহতদের দেখতে গিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। তিনি আহতদের খোঁজখবর নিয়ে তাদের পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেছেন।
শুক্রবার (১ আগস্ট) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি চিকিৎসাধীন বেশ কয়েকজন আহত ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
তিনি প্রত্যেক আহত ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সাবেক এমপি বলেন, “এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমি মর্মাহত। আমি ব্যক্তিগতভাবে আহতদের পাশে আছি এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছি।”
তার সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, শহর বিএনপি সাধারণ সম্পাদক চান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা তার এ মানবিক উদ্যোগকে প্রশংসা করে বলেন, “এই দুঃসময়ে তিনি পাশে দাঁড়িয়ে একজন জননেতার প্রকৃত পরিচয় দিয়েছেন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সাপ্তাহিক হাট চলাকালে নগদা শিমলা বাজারে শতবর্ষী বটগাছ ধসে পড়ে অন্তত ১৭ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।