বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেয়ার অভিযোগে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়ালকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আব্দুল আউয়ালের দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা বিএনপি এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। ওই বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ ওঠে। এজন্য তাকে জেলা সভাপতি পদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা জিয়া পরিষদের ১নং সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।
এ বিষয়ে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল হোসেন শিশির বলেন, “আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। তবে এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।”