টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে অপহৃত রহিম মিয়াকে উদ্ধার করা হয়। অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও চক্রের মূলহোতা রাকিব হোসেন পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাসান মোল্লা (৩৪), ইমরান হোসেন (২৫), জহিরুল ইসলাম (২৪), রানা (২০), আরিফ (৩৩) এবং আকলিমা বেগম (৪০), যিনি ভুক্তভোগী রহিমের স্ত্রী।
পুলিশ জানায়, ইটভাটায় কাজ করার সময় রহিম ও আকলিমার প্রেম ও বিয়ে হয়। পরে রহিম তার প্রথম স্ত্রীর কাছে ফিরে গেলে ক্ষুব্ধ আকলিমা তাকে শায়েস্তা করতে পরিকল্পনা করেন। রহিমকে ডেকে এনে অন্যদের সহায়তায় মারধর করে গোপনে একটি বাড়িতে আটকে রাখা হয় এবং তার পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তরা মাদকবিরোধী কমিটির নেতার ছদ্মাবরণে অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।