জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আহত হন শ্রমিক মো. আরিফুল ইসলাম (৪০)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
নিহত আরিফুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. নিংতম জানান, সকাল ১১টার দিকে আহত আরিফুলকে কয়েকজন শ্রমিক মেডিক্যালে নিয়ে আসেন। মুখে আঘাত থাকায় তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিক্যালে পাঠানো হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে, যার আহ্বায়ক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে যদি কেউ নির্মাণ কাজ চালিয়ে গিয়ে থাকে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানানো হয়।
নির্মাণকাজের দায়িত্বে থাকা অনিক ট্রেডিং করপোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম জানান, কাজ বন্ধ থাকলেও কিছু শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। তবে কীভাবে ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। অথচ আমাকে কেউ জানায়নি। আমি শুধু ক্ষতিপূরণ নয়, দোষীদের যথাযথ বিচার চাই।”