আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। সেগুলো উদ্ধার করতেই অভিযান চলছে এবং তা নির্বাচনের আগ পর্যন্ত চালু থাকবে।”
সোমবার (৪ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক থাকায় তিনি বলেন, “৩ আগস্ট নিয়েও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কিছুই হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হয়েছে। এখন আগের চেয়ে অনেক ভালো।”
তিনি আরও বলেন, “যদিও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, তবে এর অগ্রগতি হয়েছে—এটা জনগণই ভালো জানেন।”