গত বছরের ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ৪ আগস্ট সিরাজগঞ্জজুড়ে ঘটে এক নজিরবিহীন রক্তাক্ত সংঘর্ষ, যা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।
সকাল ১০টার মধ্যে ছাত্র-জনতা সিরাজগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর এসএস রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান, ছাত্রদল কর্মী সুমন সেখ এবং বিএনপি কর্মী চা বিক্রেতা আব্দুল লতিফ।
এনায়েতপুরে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র শিহাব আহম্মেদ, ছাত্র সিয়াম হোসেন এবং তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী প্রামানিক। এর জেরে স্থানীয় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ওসি-সহ মোট ১৫ পুলিশ সদস্য।
রায়গঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হামলায় প্রাণ হারান স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ ৬ জন। একই দিনে সিরাজগঞ্জের সাবেক দুই সংসদ সদস্যের বাসায় হামলা ও অগ্নিসংযোগ হয়। জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলীয় কার্যালয়, রেলস্টেশন, পৌরসভা ও সরকারি দপ্তরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আইনগত অগ্রগতি ও গ্রেপ্তার:
জেলা জুড়ে এই সহিংস ঘটনায় দায়ের হয়েছে ৯টি মামলা। নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৬৭২ জনকে এবং অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৫-৬ হাজারের মতো। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৬৩ জন আওয়ামী লীগ নেতাকর্মী, যাদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।
জুলাই শহীদ ও যোদ্ধা তালিকা:
সরকারি গেজেটে ইতিমধ্যে ১৩ জনকে “জুলাই শহীদ” এবং ৪৪৮ জনকে “জুলাই যোদ্ধা” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া, ৭৫ জন আহত এখনও অপেক্ষমান তালিকায় রয়েছেন।
আর্থিক সহায়তা ও স্মৃতিস্তম্ভ নির্মাণ:
জুলাই শহীদদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ২ লাখ টাকা করে জেলা পরিষদ থেকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও শহীদের নামে বৃক্ষরোপণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
অস্ত্র লুট ও তদন্ত পরিস্থিতি:
এনায়েতপুর ও হাটিকুমরুল থানায় হামলায় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তদন্ত চলমান রয়েছে, এবং আদালতে দুটি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।
প্রস্তাবিত বাংলা ট্যাগসমূহ (SEO Tags for RankMath):
-
সিরাজগঞ্জ খবর
-
জুলাই আন্দোলন
-
রাজনৈতিক সহিংসতা
-
ছাত্র জনতার আন্দোলন
-
আওয়ামী লীগ বনাম বিএনপি
-
৪ আগস্ট সিরাজগঞ্জ
-
সিরাজগঞ্জ হামলা
-
পুলিশ হত্যা
-
আন্দোলন ও সংঘর্ষ
-
সিরাজগঞ্জ থানা হামলা
-
রঞ্জু খান শহীদ
-
রাজনৈতিক গ্রেপ্তার
-
জুলাই শহীদ
-
বাংলাদেশ রাজনীতি
-
আন্দোলনের ইতিহাস