টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন জীবন বীমা কর্পোরেশনের একজন কর্মকর্তা। সোমবার (৪ আগস্ট) বিকেলে শহরের ময়মনসিংহ সড়কে অবস্থিত সালমা টাওয়ারের ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত শহিদুল ইসলাম (৫৬) ভূঞাপুর উপজেলার মাটিকাটা এলাকার মৃত কামাল উদ্দিন শেখের ছেলে এবং জীবন বীমা কর্পোরেশনের টাঙ্গাইল শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়ার পর শহিদুল ইসলাম মোবাইলে একটি ফোন পান এবং কথা বলতে বলতে ছাদে চলে যান। একপর্যায়ে ছাদের কিনারায় গিয়ে একটি ট্রান্সমিটারের উপর পড়ে যান, এতে আগুন ধরে যায় এবং পরে তিনি নিচে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।