জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর এলাকার হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে জুলাই শহীদের স্বরণে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
এর আগে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, বিএনপির টাংগাইল জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। বিজয় র্যালীতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।