বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের বিজয় কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, এটি জনগণের সম্মিলিত আন্দোলনের ফসল। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলন ছিল একটি সামগ্রিক গণজাগরণ, যেখানে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও অবদান রয়েছে।
বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভাটি অনুষ্ঠিত হয় সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।
তারেক রহমান বলেন, “মাহবুব আলী খান ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর মতো দেশপ্রেমিকদের আত্মত্যাগই আজ আমাদের প্রেরণা। আজ দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে—মানুষ জেগে উঠেছে। আমাদের সামনে একটি সুযোগ এসেছে মানুষের পাশে দাঁড়ানোর, দেশের জন্য কাজ করার।”
তিনি আরও বলেন, “এই রাজনৈতিক আন্দোলন কোনো ব্যক্তি বা দলের একার ছিল না। গতবছরের ৫ আগস্টের গণজয় সম্ভব হয়েছে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। বাংলাদেশ এখন স্বৈরাচার থেকে মুক্ত।”
সভায় প্রবাসী বাংলাদেশিদের অবদানও তুলে ধরেন তিনি। বলেন, “আমি প্রবাসে থাকলেও আপনাদের সবার মতোই এই আন্দোলনের অংশ। প্রবাসীরা সোশ্যাল মিডিয়ায় এবং নানা মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও গণতান্ত্রিক সরকারকে সেই একইভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।”
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাদীক মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, এমএ মালেক, কামাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা।