ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি ও নাম প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৮ জন সাবেক শিক্ষার্থী।
বুধবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সূতিকাগার, এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসে যুদ্ধাপরাধীদের প্রচার কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক কর্মসূচির নামে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠদের ব্যঙ্গ করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ৭ শীর্ষ যুদ্ধাপরাধীর ছবি ও নাম প্রদর্শন চরম ধৃষ্টতা।
তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী এই বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালায়, শিক্ষক-ছাত্রসহ অসংখ্য শহীদ হন। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাও এই চত্বর থেকে রক্তাক্ত ইতিহাস তৈরি করে। যুদ্ধাপরাধীদের প্রশংসা করে টিএসসিতে এমন প্রদর্শনী সেই আত্মত্যাগকে অপমান করে।
বিবৃতিতে আরও বলা হয়, “স্বাধীনতার ৫৪ বছর পরও যদি এই বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন হয়, তবে তা জাতির আত্মত্যাগের অবমাননার শামিল। এধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”
তারা ঢাবির বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের গৌরব, ইতিহাস ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ রক্ষার দায়িত্ব আপনাদের। দেশের অস্তিত্বের প্রতীক এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেই বিষয়ে আপনাদেরই সোচ্চার থাকতে হবে।”
এই বিবৃতিতে স্বাক্ষর করেন– সৈয়দ বদরুল আহসান, নীরু কামরুন নাহার, ওমর সেলিম, এ বি এম নাসির, আবু নাসের, মোহাম্মদ মাহমুদ হাসান, শামীম আহমেদ, সুলতানা রহমান, হারুন আল রশিদ, অপর্ণা পাল, শাকিলুর রহমান, সরদার ফারুক, আবদুল্লাহ আল ইমরান, কে এম মাসুদ আলী, ফকরুল ইসলাম চৌধুরী, খালেদ আহম্মেদ, আবদুল কাদের, মোহাম্মদ চৌধুরী, আহম্মেদ হোসেন, রিয়াজ আহমেদ, আসমা হক, সোহানা আমিন, মাসুদুল ইসলাম, আলী নুর, সাইদুল ইসলাম, দেবরাজ দেব, মেহেরুন নাহার ও সানজিদা আনোয়ার।