টাঙ্গাইলের নাগরপুরে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোনড়া মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। কোনড়া বহুমুখী উন্নয়ন ক্লাবের (এমডি ক্লাব) আয়োজনে এই টুর্নামেন্টে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও সমর্থন।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভুঞাপুর খেলোয়ার কল্যাণ সমিতি এবং সখীপুর সানবান্দা স্পোর্টিং ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইকবাল হোসেন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক শরিফুজ্জামান শরিফ, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মামুনসহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা।
হাজারো দর্শকের উপস্থিতিতে খেলা জমে ওঠে উৎসবমুখর পরিবেশে। ফুটবলপ্রেমীরা সেমিফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন এবং খেলোয়াড়দের দক্ষতায় মুগ্ধ হন।