শেরপুরের শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি অসুস্থ ও শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখাশোনা করছিলেন। দীর্ঘদিনের সেবাযত্নে ক্লান্তি ও মানসিক অশান্তি থেকেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খলিলুর রহমান ঘর থেকে স্ত্রীকে টেনে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কবর দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি স্থানীয় কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত খলিলুর রহমান পালিয়ে যান।
পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।