অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবান (মেজ্জান) উৎসব, যেখানে এক হাজার দুইশোরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কমিউনিটি সংগঠন ‘রানিং রোভার’ অল্প সময়ের প্রস্তুতিতে এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের পেছনে ছিল হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক ভালোবাসা এবং কমিউনিটির প্রতি গভীর দায়বদ্ধতা। আয়োজকরা উল্লেখ করেন, “এতো কম সময়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির এতো বড় সমাগম হবে তা আমরা কল্পনাও করিনি। প্রথম পাঁচ ঘণ্টার মধ্যে ফ্রি টিকেট শেষ হয়ে গেছে। এই সাড়া ও ভালোবাসার জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।”
এই আয়োজনের সফলতায় কাজ করেছেন: প্রিমন, ওভি, আনোয়ার, প্রাইম, মুন্তাসির, তাওসিফ, আবরার, ইরফান, তানজিল, রাফিদ, সারাফ, ওয়াজিদ, নাঈম, নেহাল, ওয়ালিদ, আশিক, সামিদ, মারওয়ান, ইশমাম, সিনদিদ, শিফা, আফরা, মুনতাকা, নিহা এবং নওয়ার। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিলো এই সফলতার মূল চাবিকাঠি।
অন্যদিকে, মো. আশিকুর রহমান আশিক, নাহিদ, তানজুম, ইকরাম, প্রতীক, শাফাত, ইবনে মাইন, ইমতু, ইমতিয়াজ আহমেদ, জি. এম. সোলাইমান, রোহান, আফনান, মোহাম্মদ আরিফ, সাইফুর রহমান শাওন সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এই আয়োজনকে সফল করতে সহযোগী হিসেবে ছিল:
-
স্ট্র্যাটেজিক পার্টনার: এন্ডেভার এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালটেন্টস
-
ইভেন্ট পার্টনার: অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস (AABS) ও ওহি মাহমুদ ভাই
-
সাপ্লাই পার্টনার: মেক্সিম বাংলাদেশ ও রিভারডেল কোয়ালিটি মিটস অ্যান্ড প্রোডিউস
-
মিডিয়া পার্টনার: দ্য ডেইলি ক্যাম্পাস
-
প্রোমোশনাল পার্টনার: চিত্তাগোনিয়ান
এই ঐতিহ্যবাহী মেজবান উৎসব কমিউনিটির শক্তি ও ঐক্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।