টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং, অনার্স ও বিফার্ম প্রোগ্রামের সম্মান প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিনার কক্ষে এই ওরিয়েন্টেশন কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা বৃন্দও ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি উজ্জীবনময় শুভ সূচনা হিসেবে পরিবেশিত হয়।