টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের উদ্যোগে ২০৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল প্রতিটি কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহবুবুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
লাবিব গ্রুপের এ উদ্যোগকে শিক্ষার্থীদের মনোবল ও অনুপ্রেরণা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বক্তারা।