টাঙ্গাইলের মির্জাপুরে মামুন মিয়া (৩৩) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার (১১ আগস্ট) দুপুরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই সিকদারপাড়া এলাকার আসলাম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন মাদক সেবনসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিচারক জানিয়েছেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।