বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল বুধবার ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির কাছে অনুষ্ঠিত হবে এই শান্তিপূর্ণ প্রতিবাদ। কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
দলের প্রচার বিভাগের বরাতে মঙ্গলবার (১২ আগস্ট) জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।