দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক। অনেকে দিনের বেশির ভাগ সময় ফেসবুকে কাটান, আর ছোটরাও কখনো বাবা-মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে রিলস ভিডিও দেখেন। তাই নিজের ফেসবুক টাইমলাইনে কী ধরনের কন্টেন্ট আসছে, তা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি।
বিভিন্ন সময় অনেকেই আপত্তিকর বা সংবেদনশীল কন্টেন্ট থেকে দূরে থাকতে চান। ফেসবুক এমন একটি সেটিংস দিয়েছে যা চালু করলে আপনার টাইমলাইনে এ ধরনের কন্টেন্ট দেখা বন্ধ হয়ে যাবে।
চলুন দেখে নেওয়া যাক, কিভাবে এই সেটিংস চালু করবেন:
১. প্রথমে মোবাইলে ফেসবুক অ্যাপ খুলুন।
২. তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান।
৩. প্রেফারেন্স সেকশনে গিয়ে ‘কন্টেন্ট প্রেফারেন্স’ অপশনে ক্লিক করুন।
৪. ‘সেন্সেটিভ কন্টেন্ট’ সিলেক্ট করে ‘শো লেস’ অপশন বেছে নিন এবং সেভ করুন।
এভাবেই ফেসবুকের অ্যালগরিদম আপনার টাইমলাইনে আপত্তিকর ও সংবেদনশীল কন্টেন্ট দেখানো থেকে বিরত থাকবে।