টাঙ্গাইল সদর উপজেলায় মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘নাগরিকতা’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার চর্চা বৃদ্ধি, নারী ও যুবকদের অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তিতে জবাবদিহিতা নিশ্চিতকরণ দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য রাষ্ট্র ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ অপরিহার্য।
বাংলাদেশের নারী, পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিকতা প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব প্রগতি সংঘ। এই প্রকল্পের কারিগরি সহায়তা প্রদান করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সভায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কণিকা মল্লীক, স্থানীয় স্কুল প্রধান শিক্ষক ও ইউপি কর্মকর্তারা বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, বাল্যবিবাহ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে সোচ্চার হতে হবে এবং এই কর্মসূচী সফল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
দেশব্যাপী প্রকল্পটি প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ ছয় জেলায় বাস্তবায়িত হবে। টাঙ্গাইলে সদর উপজেলার করটিয়া, গালা, ছিলিমপুর ও কাতুলী ইউনিয়নে আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে মানব প্রগতি সংঘ।
সভায় মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী সভাপতিত্ব করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন।