সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষায় টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায়ও চারা রোপণ করা হয়।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতীল, সুজন সিদ্ধিকী, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজিদুর রহমান সজীব, আসলাম মিয়া, এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা অনুযায়ী এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ঔষধি গাছ মানুষের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।