ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে দামামার শব্দে। আর প্রথম দিনই শিরোপা জয়ের হাতছানি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সামনে। আজ রাতে উয়েফা সুপার কাপে তাদের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম হটস্পার।
এটি দুই দলেরই প্রথমবারের মতো সুপার কাপ জয়ের সুযোগ। টটেনহামের জন্য এটি অভিষেক ম্যাচ, আর পিএসজি এর আগে একবার খেললেও বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছিল। এবার প্রথমবার ট্রফি জেতার লক্ষ্য নিয়েই তারা নামছে ইতালির উদিনেসের স্তাদিও ফ্রিউলিতে।
গত মৌসুম ছিল পিএসজির জন্য রূপকথার মতো। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি তারা মোট চারটি শিরোপা জিতেছিল। তবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে ট্রফির সংখ্যা বাড়াতে পারেনি। চেলসির বিপক্ষে সেই হারের পর এবার প্রথমবার মাঠে নামছে তারা।
পিএসজির কোচ লুই এনরিক বলেন, “সুপার কাপ একটি বিশেষ ম্যাচ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ম্যাচটি জিততে।” দলের জন্য সুখবর, তারা পূর্ণ শক্তির স্কোয়াড পাচ্ছে, যদিও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার পরিবর্তে লুকাস শেভালিয়ের খেলবেন।
অন্যদিকে, নতুন কোচ থমাস ফ্রাংকের অধীনে মৌসুম শুরু করছে টটেনহাম, যারা অধিনায়ক সন হিউং মিনকে ছেড়ে দিয়েছে। কোচ ফ্রাংক বলেন, “প্যারিস ইউরোপের সেরা দল হলেও আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা ম্যাচটি জিততে চাই।”