সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রকাশ্য লুটপাটের পর এবার জাফলং পর্যটনকেন্দ্রেও শুরু হয়েছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকোরা জিরো পয়েন্ট এলাকা থেকে বড় বড় পাথর তুলে নিয়ে যাচ্ছে। দিনের বেলাতেও তারা পাথর লুটের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এতে শুধু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, পাশাপাশি পরিবেশও পড়ছে হুমকির মুখে। পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর লুট ঠেকাতে ইতোমধ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর আগে সাদাপাথর পর্যটনকেন্দ্রও অবাধ লুটপাটে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।
এরই মধ্যে সাদাপাথর লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের প্রতিনিধি দল সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।