দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে উয়েফা সুপার কাপ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইতালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে আরেকটি ইউরোপিয়ান শিরোপা যোগ করল লুইস এনরিকের দল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এই ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামে পিএসজি। বল দখলে এগিয়ে থাকলেও প্রথমে গোল করে এগিয়ে যায় ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম। ৩৯ মিনিটে মিকি ফন দে’র হেডে লিড নেয় স্পার্সরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা পিএসজি ম্যাচের শেষ মুহূর্তে জ্বলে ওঠে। কাং ইন লি ৮৫ মিনিটে ব্যবধান কমান, আর ৯৪ মিনিটে রামোস সমতা ফেরান। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে নতুন গোলরক্ষক লুকা শেভালিয়েরের দুর্দান্ত সেভে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা।
এই জয়ের মাধ্যমে গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি তাদের শোকেসে আরেকটি ইউরোপিয়ান ট্রফি যুক্ত করল।