গতকাল শনিবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইলের মাকড়াই এলাকায় মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে বক্তৃতা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি দৃঢ়ভাবে জানান, বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ ও বাড়ি ভাঙার মতো সীমা অতিক্রম করা উচিত নয়।
কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, তাদেরও বাড়িঘর, কবর এবং স্মৃতিসৌধ রয়েছে। এসব কিছুর প্রতি সীমা অতিক্রম করবেন না। বাড়িঘর হাতে নিয়ে যাওয়ার বা কবর ঘুরানোর চেষ্টা করবেন না।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর উদ্দেশ্যে বলেন, “আপনাকে আমি অনেক সম্মান করতাম, বড় মানুষ মনে করতাম। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে—আপনার এক বছরের শাসনে তা হৃদয় থেকে মেনে নিতে পারছি না। ফেব্রুয়ারির নির্বাচন না হলে আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে ১০ গুণ খারাপ হতে পারে।”
এছাড়া, কাদের সিদ্দিকী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-কে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানান এবং উল্লেখ করেন, “বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে এক করে দেখবেন না। যত দিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু এবং জয় বাংলা চিরকাল থাকবে। অন্যায় করলে আইন অনুসারে বিচার করুন।”
মুক্তিযোদ্ধা মহাসমাবেশে কাদের সিদ্দিকী গুরুত্ব দিয়ে বলেন, “যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করা হয়, আমি বেঁচে থাকলে তা হতে দেব না। তবে আইন অনুযায়ী যথাযথ বিচার করতে হবে।”