নিজস্ব প্রতিবেদক : নিহতের ভাই নাছির বলেন, ঘটনার আগে আমার ভাই বাবু আমার বড় ভাইয়ের কাছে ৬০০ টাকা চায়।
সে বিকেলে দিতে চাইলে তাকে জরুরিভাবে পাঠাতে বলে। তা না হলে দ্বীপ তাকে মারবে বলে জানায়। কিন্তু টাকা পাঠানোর পরও বাবুকে মারধর করে।
দ্বীপ-ই আমার ভাইকে হত্যা করেছে। বাবুর শরীরে আঘাতের অনেক চিহ্নও রয়েছে। আমার ভাইকে যারা হত্যা করছে তার বিচার চাই।
ভিডিও দেখুন – https://youtu.be/Kf9WqWku9aw
নিহতের বাবা মোনায়েম খান খানসুর বলেন, এটা আত্মহত্যা না। দ্বীপ আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের বিচার চাই। এটা হত্যা না আত্মহত্যা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এই ঘটনা ঘটে কক্সবাজারের কলাতলীস্থ সি ক্লাসিক রিসোর্টে। রিসোর্টের ৮ তলা থেকে পড়ে সোহাগ বাবু শেখের (১৯) মৃত্যু হয়েছে।
তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে হত্যাকারীরা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজার থেকে টাঙ্গাইল নিজ বাড়িতে আনা হয় সোহাগের মরদেহ।
এরপর শত শত নারী-পুরুষ এক নজর দেখতে আসে মৃত সোহাগকে। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
নিহত সোহাগ বাবু শেখ টাঙ্গাইল পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের মোনায়েম খান খানসুর ছোট ছেলে।