টাঙ্গাইলের কালিহাতীতে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন, আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইম আল সালাউদ্দিনসহ মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেয়া উদ্যোগগুলি গ্রামীণ পর্যায়ে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। মাছ শুধু পুষ্টি সরবরাহ করে না, এটি গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই উদ্যোগ নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে এবং গ্রামীণ জীবনের আনন্দ ও আত্মনির্ভরতার স্বপ্নকে আরও সুসংহত করবে।
উপস্থিত অতিথিবৃন্দ পরে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন।