ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হবে।
সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমকালকে জানিয়েছেন, “আজ দুপুর ১২টার দিকে আমরা প্যানেল ঘোষণা করব।”
গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও ছাত্রদল প্যানেল চূড়ান্ত করতে পারেনি। একক প্রার্থী হিসেবে সংগঠনের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, আজ বুধবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে পারবেন।











