টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া যৌতুকের জন্য হত্যা মামলার এজাহারনামীয় আসামি জুথী (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন কাষ্ট সাগরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শনিবার (২৩ আগস্ট) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সুবর্ণা আক্তারকে বিয়ে করেন আসামি আয়নাল হক। বিয়ের পর থেকেই আয়নাল হক ও তার পরিবারের সদস্যরা মোটরসাইকেল বাবদ ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ভিকটিমের পরিবার ২ লাখ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ৩ লাখ টাকা না দেওয়ায় সুবর্ণাকে নানাভাবে নির্যাতন করা হয়।
একপর্যায়ে গত ৮ মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সুবর্ণাকে নির্দয়ভাবে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে আত্মহত্যার নাটক সাজাতে ঘরের ধর্ণায় ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ২৬ মে ভিকটিমের দাদী রুনা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৭)।
র্যাব জানায়, মামলার তদন্তে অভিযুক্ত আসামিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে যৌথ অভিযানে ঝিনাইদহ থেকে এজাহারনামীয় ৭নং আসামি জুথীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টাঙ্গাইল সদর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।