টাঙ্গাইল জেলায় গত ৬ মাসে (জানুয়ারি–জুন ২০২৫) অপমৃত্যু, যৌন নিপীড়ন ও মামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। মহাসড়কে বেড়েছে ডাকাতি ও দুর্ঘটনা। তবে এ পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মাসে বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় মোট ১ হাজার ২২৩টি মামলা তদন্ত হয়েছে। এ সময়ে অপমৃত্যু হয়েছে ২০০টি, খুন ৩৮টি এবং যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭৬ জন নারী। একই সময়ে মহাসড়কে ২৫৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬২ জন।
২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের তুলনায় এসব অপরাধের সংখ্যা বেড়েছে। তখন রেকর্ড অনুযায়ী ৯৫৯টি মামলা, ১৪৯টি অপমৃত্যু, ৪০টি খুন এবং ৩৯টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, অপরাধ যেকোনো সময় ঘটতে পারে, তবে এখন সাধারণ মানুষ সরাসরি থানায় গিয়ে ওসির কাছে সমস্যা জানাতে পারছেন এবং তাৎক্ষণিক সেবা পাচ্ছেন।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যমুনা সেতু থেকে গোড়াই পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাদক, ডাকাতি, নারী নিপীড়ন ও খুন দমনে পুলিশ দিন-রাত নিরলসভাবে কাজ করছে। ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, অনলাইন জিডি এবং জনগণের সরাসরি সেবার মাধ্যমে পুলিশ এখন “জনতার পুলিশ” হয়ে উঠেছে।