আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক প্রার্থী তালিকায় রয়েছেন ৪৬২ জন। ইতোমধ্যেই ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ। সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে। ফলে এবারের নির্বাচনে নারী ভোটাররাই ডাকসুর ফলাফল পাল্টে দিতে পারেন বলে মনে করছেন অনেকে।
নারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মূল দাবি হলো আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। প্রার্থীরাও নারী ভোটারদের চাহিদাকে প্রাধান্য দিচ্ছেন।
প্রতিরোধ পরিষদ থেকে ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, “নির্বাচিত হলে নারীদের আবাসন সমস্যা সমাধানে কাজ করবো। কারণ ছাত্র-ছাত্রীর সংখ্যা সমান হলেও মেয়েদের হল অর্ধেকেরও কম।”
অন্যদিকে ছাত্রদল থেকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম জানান, “প্রথমেই নারীদের স্বাধীনতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। এছাড়া হেল্পলাইন চালু করার পরিকল্পনা রয়েছে।”
ডাকসু ফর চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সিট ও একটি টেবিল নিশ্চিত করতে কাজ করবো। পাশাপাশি খাবারের মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাও করা হবে।”
নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাধীনতা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত হওয়ার বিষয়ে।