সারা দেশে চলমান পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৫৮৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ১,০৫৮ জন এবং অন্যান্য ঘটনায় জড়িত ৫২৮ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসেন রবিবার (২৪ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।