গতকাল, ২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড পোদ্দারবাড়ী চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপি মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীর বিশাল কর্মীসভা। তিনি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হাসান হানিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
অন্যান্য বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার আসাদ, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মনি এবং মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এম. এ. মান্নান।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কর্মীসভা স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক উদ্দীপনা বৃদ্ধি করেছে।