গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় সোমবার (২৫ আগস্ট) কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন সাংবাদিক রয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর – মিডল ইস্ট মনিটর।
গাজার একটি হাসপাতালে দ্বৈত বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারান, যাদের মধ্যে ৫ জন সাংবাদিক ছিলেন। এছাড়া, ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুওহানকে দক্ষিণ গাজার খান ইউনুসে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। এতে একদিনে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
অন্যদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেম শহরের আশপাশে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা আরও জোরদার করেছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা প্রতিবেদনে জানা যায়, উত্তর গাজার বুরেইজ শরণার্থী শিবির, মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকা এবং দক্ষিণের খান ইউনুসে বসতবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।











